স্বপ্ন দেখাটা দোষের কিছু না ... স্বপ্ন দেখে স্বপ্নের কথা ভুলে যাওয়াটাও দোষের কিছু না ... কিন্তু তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন সাজাও, তারপর স্বপ্নের পিছনে ছুটো না ... তারপর যখন স্বপ্নটা আস্তে আস্তে ধরাছোঁয়ার বাইরে চলে যায় ... তুমি ভেঙ্গে পড়ো ... খুব বেশি ভেঙ্গে পড়ো !!
দিনের পর দিন মনে মনে তুমি কাউকে নিয়ে স্বপ্ন সাজাচ্ছো ... লাল, নীল বিভিন্ন রঙের স্বপ্ন ... সেই মানুষটা আস্তে আস্তে করে জায়গা করে নিচ্ছে তোমার ভেতর ... তুমি নিজেই তাকে জায়গা করে দিচ্ছো ... কল্পনায় তুমি তাকে নিয়ে ভবিষ্যত সাজাও ... বাস্তবে তুমি তার সাধারণ একটা "কেমন আছো" - নামক জিজ্ঞাসাকে অনেক বেশি অনুভূতি দিয়ে অনুভব করো !!
সেই মানুষটা তোমার দিকে তাকিয়ে হাসলে তুমি ঐ হাসিটাকে কেন্দ্র ধরে অসীম ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো নিজের ভেতর ... সেই বৃত্ত জুড়ে শুধুই তুমি আর সে ... বাস্তবতার কোন জায়গা নেই ... কল্পনার সেই বিশাল বৃত্তে তুমি ঘুরতে থাকো তার হাত ধরে ... বাস্তবে সে কখনোই হাত বাড়ায় নি !!
তুমি সারাদিনই ভাবতে থাকো তাকে নিয়ে ... তোমার আশেপাশের মানুষগুলা তোমাকে উৎসাহ দেয় স্বপ্ন দেখতে ...
"আরেহ অসম্ভব বলে কিছু নাই ... হবে হবে ... স্বপ্ন দেখা তো দোষের কিছু না রে !!" - ওরা বলে ... তুমি শুনো ... তুমি আরো বেশি স্বপ্ন দেখতে থাকো !!
একদিন দুম করে সেই মানুষটা তোমার জীবন থেকে নাই হয়ে যায় ... তোমার জগতটা শূন্য হয়ে যায় ... তোমার লাল নীল স্বপ্নগুলো হুট করে সাদাকালো হয়ে যায় ... তুমি ভেঙ্গে পড়ো ... তোমার স্বপ্নের বিশাল বাড়িটা তীব্র ভূমিকম্পে হুড়মুড় করে তোমার উপরেই ভেঙ্গে পড়ে ... তুমি ভীষণ কষ্ট পাও ... ভীষণ কষ্ট !!
আচ্ছা, ঐ মানুষটাকে কী কখনো তুমি বলছিলা, তুমি তাকে নিয়ে দিনের পর দিন স্বপ্ন সাজাচ্ছো ??
আচ্ছা, ঐ মানুষটা কী জানতো, তাকে তোমার পাশে থাকতে হবে ??
আচ্ছা, ঐ মানুষটা কী জানতো, সে চলে গেলে তোমার উপর স্বপ্নের বিশাল বাড়িটা হুড়মুড় করে ভেঙ্গে পড়বে ??
ঐ মানুষটা কিছুই জানতো না ... তুমি তাকে জানাও নাই ... তুমি তোমার আকাশে স্বপ্নের ঘুড়ি উড়িয়েছো, কিন্তু নাটাইটা কখনোই তোমার হাতে ছিলো না ... তারপর ঘুড়িটা যখন তোমার চোখের সামনে দিয়ে দূরে চলে গেছে, তোমার আকাশের বাইরে চলে গেছে, তুমি আফসোস করছোঃ
"কেন আগেই নাটাইটা ধরার চেষ্টা করলাম না, কেন আগে বললাম না !!"
আমরা আসলে নিজেরাও জানি না, আমরা স্বপ্ন দেখতে বেশি ভালোবাসি নাকি আফসোস করতে বেশি ভালোবাসি ... স্বপ্ন দেখা আর আফসোস করার মাঝে ভালোবাসার ভাগাভাগি করতে গিয়ে আসল ভালোবাসার মানুষটাই হাতছাড়া হয়ে যায় ... আমরা গালে হাত দিয়ে দেখি, দেখতে থাকি !!
তুমি না জানিয়ে ভীষণ কষ্ট পাচ্ছো ... কেউ না জেনে ভীষণ কষ্ট দিচ্ছে ... দুই কষ্টের মাঝে মৃত্যু হচ্ছে শুধু স্বপ্নদের ... যে স্বপ্নদের হয়ত জন্মানোরই কথা ছিলো না ... হয়তো মরারও কথা ছিলো না !!" 
23 December, 2015
ভালবাসা এবং সপ্ন
Subscribe to:
Post Comments (Atom)
 
No comments:
Post a Comment