# ছোট্ট কিউট স্টোরি 
এক মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে প্রতিদিন বয়ফ্রেন্ডের বাসায় আসে। বয়ফ্রেন্ডের বাসার সবাই ব্যাপারটা জানে আরকি!
বয়ফ্রেন্ডের ছোটবোনটা প্রতিদিন ছুটে এসে মেয়েটাকে দরজা খুলে দেয়।
একদিন বয়ফ্রেন্ডের ছোটবোন দরজা খুলে মেয়েটাকে বলল- আপু, আপনি তো প্রতিদিন আমার ভাইয়ার সাথে দেখা করতে আসেন! কিন্তু আপনার ছোট ভাইটাকে সেই যে কবে একদিন নিয়ে এলেন, এরপর আর একদিনও আনলেননা কেন ???
 
No comments:
Post a Comment