ধার করা এক মর্মান্তিক ধরা খাওয়া ব্রেকাপ কাহিনী
.
লিজা আর জাহিদ এক চমৎকার কাপল। একজন আরেকজনকে ওরা প্রচণ্ড ভালবাসে। ঘোরাঘুরি, হ্যাং আউট, রেস্টুরেন্ট এ খাওয়া ইত্যাদি করে খুব সুন্দর কাটছিল ওদের দিন। কিন্তু কপালে সুখ সবার সহ্য হয়না।
.
একদিন লিজা জানতে পারে জাহিদ আরেকটি মেয়ের সাথে নিয়মিত যোগাযোগ করে, অনেকটা প্রেমের মতই ব্যাপার।
.
জাহিদের এই বিশ্বাসঘাতকতায় প্রচণ্ড কষ্ট পায় লিজা। কোনভাবেই মেনে নিতে পারেনা লিজা ব্যাপারটা। শেষপর্যন্ত লিজা বাধ্য হয় জাহিদের সাথে ব্রেকাপ করতে। জাহিদ নিজের ভুল বুঝতে পেরে মাফ চায় লিজার কাছে। কিন্তু দ্বিতীয়বার আর জাহিদকে বিশ্বাস করতে রাজি হয়না লিজা।
.
প্রচণ্ড কষ্ট নিয়ে জাহিদকে ভুলতে শুরু করে লিজা, কিন্তু এ যে সত্যিকারের
# ভালবাসা , তাই চাইলেও জাহিদকে ভুলতে পারেনা লিজা। ওদিকে জাহিদের গতিবিধি সন্দেহজনক মনে হয় লিজার। জাহিদ প্রায়ই লিজার বাসার নিচে এসে বসে থাকে। মাঝেমাঝে জাহিদের সাথে সন্ত্রাসীর মত দেখতে একটা বন্ধুও থাকে।
.
একটু আতঙ্কিত বোধ করে লিজা। দীর্ঘদিনের প্রেম জাহিদের সাথে। ওদের ঘনিষ্ঠতার অনেক প্রমাণই রয়ে গেছে জাহিদের কাছে। তাহলে কি জাহিদ এসব নিয়ে কিছু করতে চাইছে? প্রতিশোধ নিতে চাইছে লিজার উপর? </3
.
চোখে অন্ধকার দেখতে শুরু করে লিজা। এমন কিছু হলে ওর # আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবেনা। ওদিকে লিজার বাড়ির নিচে জাহিদের আসা বেড়ে যায়। এখন জাহিদ মাঝেমাঝেই লিজার বারান্দার দিকে তাকিয়ে থাকে। আতঙ্ক বাড়তে থাকে লিজার।
.
উপায়ান্তর না দেখে লিজা ওর বান্ধবী শায়লার সাথে যোগাযোগ করে। সবকিছু দেখে শায়লাও একই ব্যাপার বলে আন্দাজ করে। অনেক শলাপরামর্শ করে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় লিজা।
.
পুলিশের এক গোয়েন্দার নজরদারিতে লিজার অভিযোগের সত্যতা বেরিয়ে আসে। দিনরাত দীর্ঘ সময় লিজার বাড়িতে নজরদারি করার অভিযোগে গ্রেফতার করা হয় জাহিদকে।
.
অতঃপর পুলিশের রিমান্ডে নেয়া হয় জাহিদকে। প্রচণ্ড মারের মুখে জাহিদ হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর কখনো লিজার বাড়ির আশেপাশে যাবেনা বলে স্বীকার করে জাহিদ। কিন্তু কি ছিল জাহিদের মতলব তা জিজ্ঞেস করে পুলিশ।
.
পাছা ডলতে ডলতে # হাউমাউ করে কাঁদতে থাকে জাহিদ। আর স্বীকার করে ব্রেকাপ হলেও লিজার বাড়ির ওয়াইফাই এর পাসওয়ার্ড জানা ছিল জাহিদের। তাই ওর বাড়ির নিচে বসে
# ওয়াইফাই চালাইত ফ্রিতে,
লিজার কোন ক্ষতি করার প্ল্যান ওর ছিলনা।
তাই আপনারাও রেডি থাকুন ধরা খাওয়া খেলে দেওয়া গল্প নিয়ে, খুব শীঘ্রই ইনবক্স খুলে দেওয়া গল্পের জন্য!!
19 January, 2016
ধরা খাওয়া ব্রেকাপ কাহিনী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment